musfikur

বিডি নীয়ালা নিউজ(২৫জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চোট পাওয়ার পর আর খেলা হয়নি মুশফিকুর রহিমের। সিরিজ শেষে মাঠে ফিরলেন তিনি। রবিবার দলের সঙ্গে যোগ দিয়ে খুলনাতে শুরু করেছেন অনুশীলন। খুব একটা কঠিন চোট না হলেও, আসন্ন এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয় দলের এই টেস্ট অধিনায়ককে। তএ এখনো শতভাগ ফিট নন তিনি। এশিয়া কাপের আগেই নিজেকে ফিরে পাওয়ার জন্য ক্যাম্পে যোগ দেন তিনি। সিরিজের প্রথম ম্যাচে রান নিতে গিয়ে পেশীতে চোট পান মুশফিক। তখনই মাঠ ছাড়তে হয় তাকে। পরে এমআরআই করানো হলেও রিপোর্টে খুব খারাপ কিছু ধরা পড়েনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে