sirajgonj-2

বিডি নীয়ালা নিউজ(০৪ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজনে কৃষি শিল্প ও বানিজ্য মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৫ ফেব্রুয়ারী থেকে  মাসব্যাপী এই মেলার উদ্ধোধন করবেন বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এম,পি। এ বারে মেলায় সিরাজগঞ্জ জেলার সকল ঐতিহ্যসমূহ তুলে ধরা হবে। বিশেষ করে পাটশিল্প, দুগ্ধ শিল্প এবং তাঁত শিল্প তুলে ধরার বিশেষ উদ্ধোগ নেয়া হয়েছে। মেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। মেলায় কোন সন্ত্রাসী প্রশ্রয় দেয়া হবে না এবং দ্রশ্যমানস্বপন প্রীতি করা হবে না বলে ঘোষনা করা হয়েছে। সুতরাং এবারে মেলায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনার উদ্ভব হবে না বলেই আশা করা হচ্ছে। সিরাজগঞ্জ স্টেডিয়াম মাঠে এই মেলা অনুষ্ঠিত হবে। মেলার সর্বশেষ প্রস্তুতি এবং কি কি পণ্য দিয়ে সমৃদ্ধ করা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে গত মঙ্গলবার রাতে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চেম্বারের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য মেলার প্রস্তুতি ও আয়োজন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় চেম্বারের পক্ষ থেকে বক্তব্য রাখেন এ্যাড. বিমল কুমার দাস, সাইদুর রহমান বাচ্চু, এমদাদুল হক সাংবাদিকদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেন প্রধান সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক হেলাল আহমেদ, জাকিরুল ইসলাম সান্টু, ফেরদৌস হাসান, হীরক গুন, তফিজ উদ্দিন, সুকান্ত সেন, বাদল ভৌমিক প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে