মাসুদ রানা বাচ্চু, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার সরকারি খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন সংগ্রহ -২০২৩-২৪ মৌসুমে ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে। এবারে চাল ৪৪ টাকা কেজি দরে ৮’শ ১০ মেট্রিক টন এবং ধান ৩০ টাকা দরে ৪’শ ৪০ মেট্রিক টন সংগ্রহ করা হবে বলে জানা যায়।

সোমবার (১১ ডিসেম্বর -২০২৩) সকালে সিরাজগঞ্জ সরকারি খাদ্য গুদাম চত্বরে -উদ্বোধনী দিনে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন- সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী মোঃ মনোয়ার হোসেন ।
এসময় সদর উপজেলা সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত, সদর খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ খাদ্য গুদামের চলাচল ও সংরক্ষণ কর্মকর্তা আশফুল আরেফীন , কারিগরি খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্রশীল স্বপন, অন্ত সেমি অটোরাইস মিলের সত্ত্বাধিকারী এম.এ ছালাম,আজাদ সেমি অটো রাইচ মিলের সত্ত্বাধিকারী মোঃ আব্দুল কালাম আজাদ সহ অন্যান্য মিলের সত্ত্বাধিকারীগণ এবং কৃষকেরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে