মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: আগামী ৮ই মে-২৪ ৬ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ৩রা মে শুক্রবার সকালে সারিয়াকান্দি অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন উড়োজাহাজ প্রতীক নিয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্র নেতা রাকিবুল হাসান রুপু। এসময় তিনি বলেন, আমি এই উপজেলা বাসীর সেবক হিসেবে কাজ করার জন্য ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে এসেছি। আমি উপজেলার সম্মানিত ভোটারদের কাছে থেকে একটি করে ভোট ও দোয়া প্রার্থনা করছি। ভোটারদের মধ্যে সাড়া পাচ্ছি। আমি শত ভাগ আশাবাদী জনগণ আমাকে উড়োজাহাজ প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে মাননীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান মহোদয় এর সাথে সমন্বয় করে এলাকার উন্নয়নে কাজ করব। তিনি আরও বলেন, ভোটারগণ যেনো নির্বিঘ্নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোট কেন্দ্রে আসতে পারে এই জন্য প্রশাসন সহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করছি।
মতবিনিময় শেষে পৌর বাজার এলাকায় উড়োজাহাজ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি। এসময় অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।