বিডি নীয়ালা নিউজ(৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদন: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার ভোর ৫ টা ৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। ভূমিকম্পে ঢাকা ও রাজশাহীতে দুজনের মৃত্যেুর খবর পাওয়া গেছে।
সোমবার সকালে ভূমিকম্পের আতঙ্কে রাজধানীর জুরাইনে ভবন থেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আতিকুর রহমান আতিক (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে রাজশাহীতে ভূমিকম্পনের সময় আতঙ্কে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের প্রধান বাবুর্চি খলিলুর রহমান (৩৮) মারা গেছেন।
এছাড়াও ভুমিকম্পে সারাদেশে প্রায় ২৯ জন আহত হওয়ার খবর জানা গেছে এবং ঢাকা সহ বিভিন্ন এলাকায় ভবন ধস ও ফাঁটল দেখা দিয়েছে।
ঢাকা ইউনিভার্সিটিঃ ভূমিকম্পের ঝাঁকুনিতে ঘুম ভাঙার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের অন্তত ১৬ শিক্ষার্থী আহত হয়েছেন। ভূমিকম্পের ভয়ে ভবন থেকে লাফিয়ে পড়লে ও হুড়োহুড়ি করে নামতে গেলে এ ঘটনা ঘটে। যার মধ্যে জসিম উদ্দিন হলের রয়েছেন দুইজন, জিয়া হলের একজন, সূর্যসেন হলের দুইজন, বঙ্গবন্ধু হলের দুইজন, জহুরুল হলের একজন, একুশে হলের তিনজন, ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের তিনজন এবং মহসিন হলের দুইজন। আহত ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে জহুরুল হক হলের এক ছাত্রের অবস্থা আশঙ্কাজনক।
পুরান ঢাকার শাঁখারী বাজারঃ পুরান ঢাকার শাঁখারী বাজার এলাকার একটি ভবনে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এসময় আতঙ্কে ভবনের বাসিন্দারা দ্রুত নিচে নেমে আসেন। তবে এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার ভজন কুমার সরকার সংবাদমাধ্যমকে জানান, ভূমিকম্পের পর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে। এখন পর্যন্ত কোনো ভবনে ফাটলের খবর পাওয়া যায়নি।
রাজধানীর প্রগতি সরণী রোডঃ ভোর রাতের তীব্র ভুমিকম্পে রাজধানীর প্রগতি সরণী রোডের বেশ কয়েক জায়গায় ফাঁটল ধরেছে বলে জানা গেছে।