বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- গাজীপুর প্রতিনিধি: শ্রীপুর উপজেলার বারতোপা এলাকায় রাস্তা পার হতে গিয়ে ড্রাম ট্রাকের নিচে চাপা পড়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে সাব্বির হোসেন (৬) নামে শিশু এ দুঘর্টনার শিকার হয়।
নিহত সাব্বির হোসেন শ্রীপুর উপজেলার ফুলানীর সীট এলাকার ফায়েজ উদ্দিনের ছেলে। সে বারতোপা আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সাব্বির হোসেন স্কুলে যাওয়ার পথে বারতোপা বাজার সংলগ্ন রাস্তা পার হতে গিয়ে মাটি ভর্তি একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে এলাকাবাসী ওই ট্রাক ও চালককে আটক করে পুলিশে খবর দেয়। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





