সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে গত শনিবার বিকেলে সাবেক সাংসদ চয়ন ইসলাম ত্রাণ বিতরণ করেন। উপজেলার সোনাতনী ইউনিয়নের যমুনার মধ্যবর্তী চরাঞ্চল কুরসী ,ধীতপুর গ্রামে এবং সোনাতনী গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় এক হাজার পরিবারের মাঝে চাউল,ডাউল,চিড়া,
তেল, মোমবাতি ও ম্যাচ বিতরণ করেন। এদিকে বন্যা কবলিত মানুষের সংখ্যার চেয়ে ত্রাণের পরিমান স্বল্প থাকায় অনেক দুঃস্থ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং হতাশা নিয়ে ফিরে যান। সাবেক সাংসদ চয়ন ইসলামের এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর মেরিনা জামান কবিতা, পারভিন জামান কল্পনা, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বার, কবীর হোসেন এবং উত্তরাঞ্চলের সবুজ বিপ্লবের উদ্যোক্তা খ্যাত কামরুল হাসান হিরোক প্রমুখ।





