Nepal-Under

বিডি নীয়ালা নিউজ(৩০জানুয়ারি১৬)-স্পোর্টস ডেস্কঃ  চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে আইসিসির সহযোগী সদস্যদেশ নেপাল। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে আট উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে রাজু রিজালের দল।

শনিবার আয়ারল্যান্ডের দেওয়া ১৩২ রানের লক্ষ্য খেলতে নেমে দুই উইকেট হারিয়ে ২৪.৩ ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় নেপাল। তবে শুরুটা ভালো ছিলো না। রানের খাতা না খুলতেই ওপেনার সন্দিপ সুনারকে হারিয়ে বিপাকে পড়ে নেপাল। পরের উইকেটেই সামাল দেন সুনীল ধামালা ও আরেক ওপেনার যোগেন্দ্র সিং কাড়কি। এই উইকেট থেকে আসে ৫৫ রানের ইনিংস। ধামালা ২৮ রানে আউট হলে আরিফ শেখকে নিয়ে এগোতে থাকেন কাড়কি। এই উইকেটেই জয়ের বন্দরে পৌছে যায় নেপাল। শেষপর্যন্ত কাড়কি ৬১ ও শেখ ৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে