আসাদ হোসেন রিফাতঃ লালমনিরহাট-১ (হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপির তিস্তা মহাপরিকল্পনাসহ ১৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন। তাঁর নির্বাচনী ইশতেহারে হাইটেক পার্ক স্থাপন, বুড়িমারী স্থলবন্দরের সার্বিক উন্নয়ন, হাতীবান্ধা উপজেলা ও বুড়িমারী স্থলবন্দরকে পৌরসভা, নওদাবাস শালবনকে ইকোপার্কে রূপান্তর, হাতীবান্ধা উপজেলায় স্টোডিয়াম নির্মানসহ নানা জনগুরুত্বপূর্ন বিষয় এ ইশতেহারে রয়েছে।
সোমবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে উক্ত নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন সাগর। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ,যুগ্ন সম্পাদক দিলীপ কুমার সিংহ ও রওশন হাবীব খান মানিক, সাংগঠনিক সম্পাদক তোছাদ্দেক আলম খাঁন রুবেল, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা মহিলালীগ সম্পাদক মর্জিনা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।