বিডি নীয়ালা নিউজ(১৮জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ গতকাল রাতে রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানায় ডায়িং সেকশনের বয়লার বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন।
গতরাত ৩টার দিকে ‘একটিভ গার্মেন্ট’ নামে একটি পোশাক কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধ দুজন হলেন আরিফ (১৭) ও স্বপন (২২)। তারা ওই কারখানার শ্রমিক।
তাদের সহকর্মী জুয়েল জানান, রাতে হঠাৎ বিকট শব্দে বয়লার বিস্ফোরিত হলে তারা অগ্নিদগ্ধ হন। দ্রুতই তাদের উদ্ধার করা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
বিস্ফোরণে তাদের শরীরের ৯০ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।





