বিডি নীয়ালা নিউজ( ১১জানুয়ারি১৬) – অনলাইন প্রতিবেদনঃ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে আটক করে টাকা আদায়ের চেষ্টার ঘটনায় অভিযুক্ত মাসুদ শিকদারকে প্রত্যাহার করা হয়েছে, তিনি মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) । সোমবার তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনার শিকার গোলাম রাব্বী জানান, শনিবার রাতে মোহাম্মদপুরে এক স্বজনের বাসা থেকে কল্যাণপুরের বাসায় ফিরছিলেন তিনি। তাজমহল রোডে ওই সময় এসআই মাসুদ রানাসহ পুলিশের একটি দল তাকে তল্লাশির জন্য গতিরোধ করে। মাদক আছে দাবি করে পুলিশ তাকে কলার চেপে টেনে গাড়িতে তুলে নানা ভয়ভীতি দেখায়। মানসিকভাবে হেনস্তা করতে থাকে। লাঠি ও অস্ত্রের বাঁট দিয়ে আঘাত করে ইয়াবা ও হেরোইন বের করতে বলে। তাকে গাড়িতে করে বিভিন্ন এলাকা ঘোরানো হয়।





