মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: কৃষিই সমৃদ্ধি” প্রতিপাদ্য নিয়ে বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ২০২৩-২০২৪ রবি মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ৭ শত ৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে গম, ভুট্টা, সরিষা, মুগ, মসুর এবং পেঁয়াজের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

৫ নভেম্বর রবিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান এর সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, সাবেক উপজেলা আ’লীগের সহ-সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সবুজ কুমার বসাক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাফিউল ইসলাম সহ উপকার ভোগী কৃষক-কৃষাণীবৃন্দ প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে