ডেস্ক রিপোর্ট : পরাজয় দিয়েই অভিষেক হলো বাংলাদেশের নবনিযুক্ত ফুটবল কোচ অ্যান্ড্রু ওর্ডের। তিনি সংবাদ সম্মেলনেই বলেছিলেন নেপাল কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের চাইতে অনেক এগিয়ে।  নেপালিরা মাঠের খেলাতেও সেটা প্রমাণ করে দিল। মঙ্গলবার বিকেলে কাঠমান্ডুর আনফা একাডেমি টার্ফে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলে হারিয়েছে নেপাল অনূর্ধ্ব-২৩ দল।

গত বছর অক্টোবরে জাতীয় দলের ভুটানের কাছে হারের পর এটাই বাংলাদেশের প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচ। স্বাগতিকরা ম্যাচের একমাত্র গোলটি করেন ১৯ মিনিটে। বাংলাদেশের তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলটি করেন নেপাল অনূর্ধ্ব-২৩ দলের অধিনায়ক বিমল ঘাড়তি মাগার। হারের ব্যবধানটা দ্বিগুণও হতে পারত। ইনজুরি সময়ে স্বাগতিকরা পেয়েছিল ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ। অঞ্জন গোলরক্ষককে একা পেয়েও শট নেন বাইরে।

খেলায় বাংলাদেশের ফুটবলারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান হিসেবে পরিচিত গাইবান্ধার রুবেল মিয়া গোটা ম্যাচেই নিষ্প্রভ ছিলেন। ঘরোয়া ফুটবলে প্রতিভার ঝলক দেখানো তরুণ আন্তর্জাতিক ফুটবলে কেন এমন ম্রিয়মাণ থাকেন সেটা এক রহস্য বটে! জাতীয় দলের এই ফুটবলার গত অক্টোবরে ভুটান-বিপর্যয়ের সেই ম্যাচেও প্রত্যাশা থেকে অনেক দূরে ছিলেন। রুবেল বাজে খেললেও জাফর ইকবাল ভালো খেলেছেন। একবার তো তিনজন খেলোয়াড়কে কাটিয়ে নেপালের বক্সে দারুণ একটা ক্রসও করেছিলেন। তবে তা কাজে লাগেনি।

ফিলিস্তিন মিশন শুরুর আগে দুটি বিদেশি দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাফুফে। প্রথমটি হেরে গেল নেপাল অনূর্ধ্ব-২৩ দলের কাছে। নেপালের বিপক্ষে এ ম্যাচটিকে আন্তর্জাতিক টায়ার টুয়ের মর্যাদা দিয়েছে। পরের ম্যাচ ১৩ জুলাই দোহায় কাতার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে। তার পর কাতারে দুই দিন অনুশীলন করে ফিলিস্তিন যাবে লাল-সবুজ জার্সিধারীরা।

কা/ল/ঠ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে