সাম্প্রতিক সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে সফটওয়্যার দেবে মাইক্রোসফট

microsoft_bg_375106944

বিডি নীয়ালা নিউজ(১৮জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমে ৫০ হাজার ল্যাপটপে ব্যবহারের জন্য স্বপ্লমূল্যে সফটওয়্যার সরবরাহ করবে মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেড।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম এবং এমএস অফিস সফটওয়্যারগুলো তিন থেকে চার ডলারের মধ্যে মাইক্রোসফট সরবরাহ করবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।

এর আগে এই সফটওয়্যারগুলো ১২০ থেকে ১৫০ ডলারে কেনা হতো, সাশ্রয়ী অর্থে অন্য স্কুলের জন্য ল্যাপটপ কেনা যাবে বলে মনে করছে মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ফাইজুল কবির ও মাইক্রোসফট বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সনিয়া বশির কবির রোববার (১৭ জানুয়ারি) সচিবালয়ে এ সংক্রান্ত চুক্তি সই করেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রোগ্রামার সিরাজুল ইসলাম বলেন, ৬২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৭ সালের মধ্যে ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করার কর্মসূচি রয়েছে।

ইতোমধ্যে পাঁচ হাজার ল্যাপটপ ও প্রজেক্টর বিতরণ করা হয়েছে, আরও পাঁচ হাজার ক্রয় প্রক্রিয়ার মধ্যে রয়েছে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com