Sohan

বিডি নীয়ালা নিউজ(৬জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে বুধবার সকাল থেকে  মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) একাডেমি মাঠে অনুশীলন করছিলো বাংলাদেশ ক্রিকেট দল। বেলা সাড়ে এগারোটার দিকে নেটে ব্যাটিং অনুশীলনে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। হঠাৎ করেই সোহানের ব্যাট থেকে আসা একটি শটে, বল এসে লাগে মাঠে উপস্থিত থাকা এক গ্রাউন্ডসম্যানের মাথায়। এর পরপরই বিসিবির চিকিৎসকরা এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে তাকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সিটি স্ক্যানের পর জানানো হয় তিনি এখন আশঙ্কামুক্ত। নতুন মুখ হিসেবে জাতীয় দলে ডাক পাবার পরের দিনই দুর্ভাগ্যবশত ঘটানো এই দুর্ঘটনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোহান জানান খুবই খারাপ লাগছে তার। বললেন, ‘খারাপ লাগছে নিজের কাছে, আর টেনশনে ছিলাম অনেক যেহেতু অ্যাপোলোতে নিয়ে যাওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত শুনলাম তেমন কোন সমস্যা হয় নাই। এরপর নিজেকে একটু রিলিফ মনে হইতেছে।’

আঘাত খুব বেশি একটা গুরুতর ছিলো না। অ্যাপোলো হাসপাতালে সিটি স্ক্যানের পর জানা যায়, গ্রাউন্ডসম্যান এখন আশঙ্কামুক্ত। তবে অন্যরকম কোনো কিছু যদি হত তাহলে সোহান নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতেন না বলে জানান।  বললেন, ‘অবশ্যই যদি অন্যরকম কিছু হয়ে যেত তাহলে নিজেই নিজেকে ক্ষমা করতে পারতাম না। যদিও খেলার সময় লাগছে তারপরও এটা নিয়েই চিন্তা করতেছিলাম।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে