সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় ধুবিল ইউনিয়নের ঝাউল গ্রামের এক প্রতিবন্দ্বীর নাম ফজর আলী (৬০)।ভিটেমাটি শুন্য ফজর আলীর পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।
লাঠিতে ভরকরে চলা ফজর আলী অন্যের কাছে হাত পেতে, ধারদেনা করে জীবন-জিবীকা নির্বাহ করতেন।
বৃদ্ধ বয়সে তাকে ঘুম থেকে উঠে বের হতে হয় খাদ্যের সন্ধানে। শাহজাদপুরের মানবদরদী মামুন বিশ্বাসের আর্থিক সহায়তায় পায় একটি নতুন দোকান ঘর ও মালামাল। সেই দোকানের আয়ে কোনমতে চলতে থাকে তার সংসার।কিন্ত কিছুদিন যেতে না যেতেই চুরি হয়ে যায় দোকানের সব মালামাল। আবারও নি:স্ব হয়ে অচল হয়ে যায় তার সংসার। নেমে আসে সংসারে কষ্টের ঘানি। এমনি দু:সময়ে আবারো পাশে দাঁড়ায় আরেকটি মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প”ফেসবুক গ্রুপ।নাম প্রকাশ না করার শর্তে “প্রিয় সলঙ্গার গল্প”গ্রুপের এক উপদেষ্টার একক অর্থায়নে ৫ হাজার টাকার মালামাল কিনে দেন।দোকানের বিভিন্ন মালামাল কিনে ভাউচারসহ তার হাতে তুলে দিয়ে সলঙ্গা বাজার অগ্রণী ব্যাংকের নিচে আজ বৃহ:বার (২ মে) সকাল ১০ টায় দোকান বসিয়ে দেন সলঙ্গার গল্প গ্রুপের সদস্যরা। চীপ এডমিন শাহ আলম মাস্টারের উদ্যোগে এ সময় গ্রুপের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল, উপদেষ্টা সহকারি অধ্যাপক আব্দুল মান্নান, আবদুস ছালাম মাস্টার, আলহাজ্ব দেলোয়ার হোসেন, এডমিন হারুনর রশিদ, এডমিন শাহিদুল ইসলাম, মডারেটর তুষার তালুকদার, ফরহাদ হোসেনসহ অনেকে।