DSCC-2

বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- ঢাকা প্রতিবেদকঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০১ নম্বর ওয়ার্ডের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় শুয়ে আছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতা বিভাগের পরিদর্শক বিকাশ চন্দ্র দাস (৪০)। মাঝে মাঝে শ্বাসপ্রশ্বাসের গতি বেড়ে বুক কামারখানার হাপরের মতো ওঠানামা শুরু করলেই ছেলের ওপর ঝুঁকে উদ্বিগ্ন মা চারুবালা বলে উঠছেন, ‘বিকাশ, ও বিকাশ, কী অইলো তর! উড বাবা।’
গতকাল শুক্রবার ভোরে রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় কর্তব্যরত অবস্থায় বিকাশকে বেধড়ক পেটায় যাত্রাবাড়ী থানার কয়েকজন পুলিশ। তারপর থেকে হাসপাতালে বিকাশ। সংজ্ঞাহীন বিকাশ যখনই একটু নড়াচড়া বা ঘন ঘন শ্বাস নিচ্ছিলেন, তখনই মা চারুবালা, স্ত্রী সরস্বতী দাস উতলা হয়ে চিকিৎসক, নার্সদের ডাকাডাকি করছিলেন। বিকেলে বিকাশকে ঢাকা মেডিকেল থেকে একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।
বিকাশকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঠিয়েছে যাত্রাবাড়ী থানার পুলিশ। তবে ঘটনাটিকে ‘ভুল-বোঝাবুঝি’ বলছে পুলিশ। কর্মকর্তারা বলছেন, ছিনতাইপ্রবণ ওই এলাকায় বিকাশকে ছিনতাইকারী ভেবে সাদাপোশাকে থাকা পুলিশের দলটি ওই ঘটনা ঘটিয়েছে। ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত ডিআইজি (আইসিটি) হারুন-উর-রশীদকে প্রধান করে গতকাল একটি কমিটি করেছে পুলিশ সদর দপ্তর। হারুন-উর-রশীদ ব্যাংক কর্মকর্তা নির্যাতনের ঘটনাও তদন্ত করছেন।
নির্যাতনের শিকার বিকাশের ছোট ভাই লিটন চন্দ্র দাস ও ভগ্নিপতি চন্দন দাস বলেন, গতকাল ভোর পাঁচটার দিকে পরিচ্ছন্নতার কাজ তদারক করতে গিয়েছিলেন বিকাশ। এক জায়গায় তদারক শেষে মীর হাজিরবাগ খাল-সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় কয়েকজন লোক তাঁকে থামতে বলেন। বিকাশ তাঁদেরকে ছিনতাইকারী ভেবে মোটরসাইকেল ঘোরানোর চেষ্টা করেন। এ সময় তাঁরা বিকাশকে তাড়া করেন। বিকাশ মোটরসাইকেল থেকে পড়ে গেলে লোকগুলো বিকাশকে ধাওয়া করে ধরে মারধর শুরু করেন। পরে জানা যায়, এঁরা সাদাপোশাকের পুলিশ। এ সময় আশপাশে কর্মরত সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দৌড়ে এসে বিকাশকে তাঁদের কর্মকর্তা বলে পরিচয় দেন। পরিচ্ছন্নতাকর্মীদের সামনেই তাঁরা বিকাশকে বন্দুকের বাঁট দিয়ে পেটান এবং বুট দিয়ে পা থেঁতলে দেন। একপর্যায়ে আহত বিকাশকে পুলিশি ভ্যানে তোলা হয়। পরিচ্ছন্নতাকর্মীরা পুলিশের ভ্যানটিকে ঘেরাও করেন। পরে পুলিশ বিকাশকে নামিয়ে দিয়ে চলে যায়।
বিকাশকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে