সাম্প্রতিক সংবাদ

পাট আইনে নতুন ধারা সংযোজন

1409562385

বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদন: পুরোনো আইনে নতুন একটি ধারা সংযোজন করে পাট আইন- ২০১৬তে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সোমবার সকালে মন্ত্রিসভায় নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়েছে। নতুন আইনে বলা হচ্ছে, পাট আইন কেউ অমান্য করলে তাকে সর্বোচ্চ ৩ বছরের সাজা অথবা ১ লাখ টাকা জরিমানা করা হবে।

এ আইন প্রসঙ্গে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল বলেন, আইনটি পুরোনো। শুধুমাত্র এখানে একটি ধারা সংযোজন করা হয়েছে। পাট আইন কেউ অমান্য করলে তাকে সর্বোচ্চ তিন বছরের সাজা অথবা ১ লাখ টাকা জরিমানা করা হবে। মূলত আইনটি পাটের ব্যবহার সংক্রান্ত।

একই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিমান পরিবহন চুক্তির খসড়াতেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  এ চুক্তির বিষয়ে শফিউল আলম সাংবাদিকদের বলেন, ২০১৩ সাল থেকে এ চুক্তি করার চেষ্টা করে আসছি আমরা। সেই থেকে কাজ করছি। এখন চুক্তিটি হবে। চুক্তির ফলে বাংলাদেশ বিমান যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের বিমান বাংলাদেশে আসতে পারবে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে  বৈঠকে  তিনি সকলের কাছে গতরাতের ভূমিকম্প সম্পর্কে খোজঁ-খবর নেন ।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com