সাম্প্রতিক সংবাদ

পাকিস্তানের কাছে ক্ষমা চেয়েছে নিউজিল্যান্ড

151218132753_mohammad_amir_640x360_afp_nocredit

বিডি নীয়ালা নিউজ(২৮জানুয়ারি১৬)- স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের ওয়েলিংটনে শুক্রবার এক ক্রিকেট ম্যাচে পাকিস্তানের বোলার মোহাম্মদ আমির যখন বোলিং করতে ছুটছিলেন, সেসময় স্টেডিয়ামে একজন ঘোষক লাউড স্পীকারে ক্যাশবাক্স খোলার শব্দ বাজিয়ে দেন।

আর তারপরই শুরু হয় বিতর্ক।

ইংল্যান্ডের সাথে ২০১০ সালে সিরিজের সময় স্পট ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ায় তিন মাস জেল এবং পাঁচ বছর নিষিদ্ধ থাকার পর মোঃ আমির সবে ক্রিকেটে ফিরেছেন।

নিউজিল্যান্ডের সাথে চলতি সিরিজে তিনি পাকিস্তান দলে রয়েছেন।

ফলে আমিরকে খোঁচা দিতেই যে তার বোলিংয়ের সময় লাউড স্পিকারে ক্যাশ বাক্সের শব্দ করা হয়েছিল তা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশ ছিলনা।

এ ঘটনায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে পাকিস্তান দলের কাছে দুঃখ প্রকাশ করেছে।

নিউজিল্যান্ড ক্রিকেটে বোর্ডের প্রধান নির্বাহি ডেভিড হোয়াইট এই ঘটনাকে “অসঙ্গত এবং অপমানজনক” বলে বর্ণনা করেছেন।

“আমি পাকিস্তান টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে ক্ষমা চেয়েছি। তাদেরকে আশ্বস্ত করেছি ভবিষ্যতে এমন আর হবেনা।”

ওয়েলিংটনের ওয়েস্টপেক স্টেডিয়ামে পাকিস্তানের সাথে একটি টি২০ ম্যাচের সময় ক্যাশবাক্সের শব্দ বাজিয়েছিলেন প্রখ্যাত ক্রিকেট ভাষ্যকার মার্ক ম্যাকলোড।

তাকে সাবধান করা হয়েছে। তবে তিনি নিজে দুঃখপ্রকাশ করেছেন কিনা তা জানা যায়নি।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com