বিডি নীয়ালা নিউজ(৫জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদন: গত শনিবার ভরে ঘটে যাওয়া পাঞ্জাবের পাঠানকোটের মত হামলা হতে পারে পশ্চিমবঙ্গের সেনা ঘাঁটিতেও। বাংলাদেশ সীমান্ত দিয়ে একটি জঙ্গির দল পশ্চিমবঙ্গে ঢুকে এই হামলা চালাতে পারে।
এই সতর্কবার্তা পাওয়ার পর পশ্চিমবঙ্গে অবস্থিত সেনা ছাউনির নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সতর্কতা অবলম্বন করা হল বাংলাদেশ সীমান্তেও। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর এই সতর্কবার্তা জারির পর কড়া নজরদারি রাখা হচ্ছে আসাম-বাংলাদেশ সীমান্তে। সতর্কবার্তা জারির পর নিরাপত্তা বাড়ানো হয়েছে কলকাতার ফোর্ট উইলিয়ামসহ পশ্চিমবঙ্গের ব্যারাকপুর, হাসিমারা, পানাগড়সহ বেশ কয়েকটি সেনা ছাউনির। সচিত্র পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তির সেনা ছাউনিতে ঢোকার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গোয়েন্দা সূত্রটি জানিয়েছে, পাঞ্জাবের পাঠানকোটে অতিরিক্ত সতর্কতার সুযোগ নিয়ে জঙ্গিরা অন্য কোনো সেনা ছাউনিতে হামলা করতে পারে। তাই ভারতের সীমান্তবর্তী অঞ্চলের সেনা ছাউনিগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার কাজে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সেনা-জওয়ান। এদিকে, সীমান্ত এলাকার নিরাপত্তা নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সীমান্ত রক্ষী বাহিনী বি এস এফের কাছে বিশেষ সতর্কবার্তা এসেছে। বাংলাদেশ সীমান্ত দিয়ে একটি জঙ্গির দল পশ্চিমবঙ্গে ঢুকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই সতর্কবার্তায়। একই সঙ্গে সীমান্তে নাশকতা ঘটিয়ে তারা ফের বাংলাদেশে চলে যাওয়ার ছকও করতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নজরদারি আরো কঠোর করতে বলা হয়েছে। এরপরই পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এবং আসাম-বাংলাদেশ সীমান্ত সিল করে দেয়া হয়েছে।





