সাম্প্রতিক সংবাদ

নেইমারকে পেতে ১৪৪.৪ মিলিয়ন পাউন্ড প্রস্তাব

Neymar poses for a portrait at Hangar 7 in Salzburg, Austria on December 2nd, 2013

বিডি নীয়ালা নিউজ(৪ই  ফেব্রুয়ারী১৬)- অনলাইন প্রতিবেদনঃ কর ফাঁকির মামলায় ইতোমধ্যেই স্পেনের আদালতে হাজিরা দিয়েছেন নেইমার। সঙ্গে ছিলেন তার বাবা। কোর্টে দাঁড়িয়ে বিচারককে নেইমারের বাবা বলেছেন, নেইমারকে দলে ভেড়াতে একটি ক্লাব ১৪৪.৪ মিলিয়ন পাউন্ড প্রস্তাব করেছে। তবে নির্দিষ্ট কোনো ক্লাবের নাম জানা যায়নি।

ব্রিটিশ ট্যাবলয়েড দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে। সূত্রমতে, ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষ থেকেই রেকর্ড ট্রান্সফার ফি’র প্রস্তাব দেওয়া হতে পারে। এ তালিকায় চেলসির নামও উঠে আসছে। অবশ্য, কোনো কিছুই এখনো নিশ্চিত নয়।

এদিকে, সাম্প্রতিক সময়ে ক্রিস্টিয়ানো রোনালদোর উত্তরসূরি হিসেবে নেইমারকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদের আগ্রহের বিষয়টি বিশ্ব মিডিয়ায় বেশ আলোচিত হয়। ব্রাজিলিয়ান সেনসেশনকে পেতে ট্রান্সফার ফি’র বিশ্ব রেকর্ড গড়তেও নাকি প্রস্তুত স্প্যানিশ জায়ান্টরা।

প্রসঙ্গত, গত বছরের সামার ট্রান্সফার উইন্ডোতেই ন্যু ক্যাম্প থেকে নেইমারকে ভাগিয়ে আনতে এক প্রকার উঠেপড়ে লেগেছিল ম্যানইউ। যদিও, রেড ডেভিলসদের আগ্রহে সাড়া দেননি ব্রাজিলিয়ান অধিনায়ক। এরপরই দলের ভবিষ্যৎ কান্ডারির সঙ্গে দীর্ঘমেয়াদী নতুন চুক্তি করার ঘোষণা দেয় কাতালানরা। কিন্তু, এখন পর্যন্ত চুক্তি নবায়ন হবে হবে করেও হচ্ছে না!

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com