সাম্প্রতিক সংবাদ

নীলফামারী ডোমারে আঃলীগ নেতার বাড়ীতে ডাকাতি

dakati

বিডি নীয়ালা নিউজ(০৫ফেব্রুয়ারি ১৬)-(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডোমারে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কলেজ শিক্ষক করিমুল ইসলামের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল সোনার গহনা ও নগদ টাকাসহ অন্তত ১০ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। শুক্রবার ভোর রাতে জেলার ডোমার উপজেলা শহরের সন্নিকটে ১নং ওয়ার্ডের কলেজপাড়া মহল্লায় এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।

জানা যায়, বাড়ীর মালিক আওয়ামীলীগ নেতা কলেজ শিক্ষক করিমুল ইসলাম ঢাকায় অবস্থান করায় তাঁর বড় ভাই কোহিনুর ইসলাম ও কাজের মেয়ে বাড়ীতে ছিলেন। শুক্রবার ভোর রাতে ৪/৫ জনের মুখোশধারি ডাকাতদল লোহার শাবল, ছোরা এবং দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে বাড়ীর সদর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। বাড়ীতে ঢুকেই ডাকাত দল কোহিনুর ও তাদের কাজের মেয়েকে জিম্মি করে ৩টি আলমারী ভেঙ্গে সোনার গহনা, নগদ টাকা ও একটি মোবাইলসেট সহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতদল বাড়ীর বারান্দায় রাখা ডায়াং-১০০সিসি একটি মোটরসাইকেল বাড়ীর অদুরে ফেলে রেখে যায়।

ঘটনার পর নীলফামারীর সহকারী পুলিশ সুপার ফিরোজ কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com