বিডি নীয়ালা নিউজ(২০জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারী জেলায় এই প্রথম প্রত্নতত্ত্বের
নিদর্শনের সন্ধান পেয়েছে প্রত্নতত্ত্ব সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়। জলঢাকা উপজেলার গড় ধর্মপাল ইউনিয়নের পূর্ব খেরকাটি নামক স্থানে এর সন্ধান পাওয়া যায়।
১৬ জানুয়ারী থেকে এর খনন কাজ শুরু করে প্রত্নতত্ত্বের লোকেরা। মঙ্গলবার সকাল
পর্যন্ত ৮ থেকে ৯ ফুট পর্যন্ত এর খনন কাজ সম্পন্ন করেন প্রত্নতত্ত্ববিদরা।
অনুসন্ধানে প্রকাশ, স্থানটিতে ১৯৯০ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ পরিচালনা করেছিলেন। এ ছাড়া একই সময়ে দণি বাহুতে কয়েকটি স্থানে প্রায় ৮ থেকে ১০ ফুট গভীরে খনন করা হয়েছিল তখন এর কাঠামোটি সুস্পষ্টভাবে প্রকাশ পায়নি ধর্মপাল গড়ের দুর্গ প্রাচীরগুলো মাটি দ্বারা তৈরি দীর্ঘ ১৬ বছর পর এর পুর্ণাঙ্গ রুপ দিতে পারলে সংশিষ্ট মন্ত্রণালয়টি।
জেলার ৬টি উপজেলার মধ্যে জলঢাকা ব্যতিত আর ৫টি উপজেলায় এর কোন চিহ্ন নেই।
স্থানটিতে পরিদর্শন করেন নীলফামারী-৩ আসনের এমপি অধ্যাপক গোলাম মোস্তফা।
এ সময় রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা বগুড়ার মহাস্থানগরের দলনেতা মুজিবুর রহমান রংপুর জাদুঘরের আবু সাইদ ইনাম, তানভিরুল এসএম হাসনাত বিন ইসলাম, রাজশাহী বিভাগের আফজাল হোসেন, রাজশাহী বিভাগের আলোকচিত্রকর আবুল কালাম আজাদ, লোকমান হোসেন উপস্থিত ছিলেন।
I see You’re actually a good webmaster. The web site
loading velocity is incredible. It kind of feels that you’re doing any distinctive trick.
In addition, the contents are masterpiece. you have performed a excellent activity on this subject!
Similar here: bezpieczne zakupy and also here:
Dyskont online