images(2)bdnyalanews(২৯ডিসেম্বর১৫)-আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা,শিক্ষা প্রতিষ্ঠানের

শিক্ষক, জনপ্রতিনিধিগন ,সাংবাদিক সহ ১০০ জন কে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য

অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট প্রতিবন্ধিতা বিষয়ক এক কর্মশালা  সোমবার (২৮

ডিসেম্বর) নীলফামারীতে দুটি পর্বে অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল একাডেমি ফর অটিজম

এন্ড নিউরো ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটি এর আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন

কক্ষে সকাল ১০টায় কর্মশালার উদ্ধোধন করেন জেলা প্রশাসক জাকীর হোসেন।

 

শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায়, সদর উপজেলা

মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কর্মশালায় বিভিন্ন সেশনে বক্তব্য রাখেন পৌর

মেয়র দেওয়ান কামাল  আহমেদ,সদর উপজেলা   চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা

নির্বাহী অফিসার সাবেত আলী, নারী ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা লাভলী, উপজেলা

স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সিরাজুল ইসলাম, এ্যাডঃ রমেন্দ্র বর্ধন বাপী, রংপুর

শিক্ষক প্রশিক্ষন মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাশেদুল হক, উপজেলা মাধ্যমিক

শিক্ষা অফিসার আহমেদ আহসান হাবীব ও সাংবাদিক তাহমিন হক ববী।

 

কর্মশালায় অটিজম শিশুদের সাথে কিভাবে ব্যবহার এবং ভাষা বিনিময় কিভাবে

উপাস্থাপন করবে তার জন্য মুকাভিনয়ের জন্য এবং মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, ও

কলেজেরে শিক্ষকদের বিশেষ ট্রেইনার হিসাবে প্রশিক্ষন দান করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে