477866_386313214737074_1885197095_o
বিডি নীয়ালা নিউজ(১৬জানুয়ারি১৬)- ইসলামিক প্রতিবেদনঃ নিজের গৃহকর্মী ও অধিনস্থের সাথে
কেমন আচরণ করতে হবে তাও
শিখিয়েছেন বিশ্ব নবী মুহাম্মাদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৷
আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের
করো জন্য খাবার বানানোর সময়
খাদেমকে এর গরম ও ধোঁয়া সহ্য করতে
হয়। সে যেন তার (খাদিমের) হাত ধরে
তাকে নিজের সাথে একত্রে খেতে
বসায়। সে (খাদিম) তার সাথে
একত্রে বসে খেতে সম্মত না হলে
(সংকোচ বোধ করলে) তবে সে যেন
তার মুখে অন্তত একটি লোকমা তুলে
দেয়।
তিরমিযী ১৮৫৩ ইবনু মাজাহ ৩২৮৯, ৩২৯০

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে