Untitled-1

বিডি নীয়ালা নিউজ(৩জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদন: দীর্ঘ এক মাসের অবকাশ শেষে আবারও খুলেছে সারা দেশের নিম্ন আদালত। আজ রোববার দিনের শুরু থেকেই আইনজীবী,বিচারপ্রার্থীদের পদচারণে আদালত

ফিরে পেয়েছে আগের চেহারা।ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সেরেস্তাদার মো. জালাল হোসেন বলেন, ‘দীর্ঘ এক মাসের ছুটি শেষে আজ আবারও আদালত খুলেছে। আমাদের কার্যক্রমও শুরু হয়েছে।’

সরেজমিনে দেখা গেছে, ঢাকার মহানগর দায়রা জজ, ঢাকার জেলা জজের অধীনে সব আদালত তাঁর স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। এ ছাড়া সুপ্রিম কোর্টেও অবকাশ শেষে আজ কার্যক্রম শুরু হয়েছে।

গত ১৭ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটিতে ছিলেন সুপ্রিম কোর্ট। আর সারা দেশের নিম্ন আদালত গত ২ ডিসেম্বর থেকে অবকাশকালীন ছুটিতে ছিলেন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম বলেন, ‘এক মাসের অবকাশ শেষে আজ সারা দেশের নিম্ন আদালতের কার্যক্রম শুরু হয়েছে। সুপ্রিম কোর্টেরও কার্যক্রম শুরু হয়েছে।’

ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পেশকার মো. নূর আলম প্রথম আলোকে বলেন, ‘এক মাসের ছুটি শেষে আমাদের আদালতের কার্যক্রম শুরু হয়েছে। বিচারপ্রার্থীরাও আদালতে এসেছেন। মামলার বিচারিক কার্যক্রমও শুরু হয়েছে।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে