সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ সিরাজগঞ্জের তাড়াশে জয়নব বেগম (৪৫) নামে এক গৃহবধু নিখোঁজের সংবাদ পাওয়া গেছে।গত ২০ জুলাই সকাল ৮টা থেকে ১০টার মধ্য নিজ বাড়ি থেকে তিনি নিখোঁজ হয়। উপজেলা সদরের পশু হাসপাতালের পূর্ব পার্শ্বের মো. গোলাম রাব্বানী আকন্দর স্ত্রী মানসিক ভারসাম্যহীন। নিখোঁজ জয়নবের স্বামী গোলাম রাব্বানী আকন্দ জানান, আমার স্ত্রী বিভিন্ন রোগে আকান্ত হওয়ায় মানসিক ভারসাম্যহীন।
হারিয়ে যাওয়ার পর থেকে আত্মীয়-স্বজন বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোন সন্ধান পাইনি। তার সন্ধান পেতে তাড়াশ থানায় একটি সাধারণ ডায়েরীও করেছি।এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, হারিয়ে যাওয়া ওই গৃহবধুকে সন্ধানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ওই গৃহবধুর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তার গায়ের রং ফসা, মাথায় আধা পাকা লম্বাচুল, মুখমন্ডল গোলাকার ও পেটে অপারেসনের কাটা চিহ্ন রয়েছে।





