15342117.01_.16_picture-1_chilahati_to_domar_road_

বিডি নীয়ালা নিউজ(১৭জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারী ডোমার উপজেলার মায়া সিনেমা হল থেকে  চিলাহাটি স্থলবন্দরের চৌরাস্তা এবং চৌরাস্তা থেকে মুক্তিরহাট পর্যন্ত দুটি পৃথক প্রকল্পের  ২৫ কিলোমিটার পাকা সড়কের সম্প্রসারন ও সংস্কার কাজের  উদ্ধোধন

করা হয়েছে। আজ রবিবার চিলাহাটি চৌরাস্তা মোড়ে সকাল ১১টায় এই সংস্কার কাজের আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য আফতাফ উদ্দিন সরকার। উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া,ভোগডাবুড়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

হাফিজুর রহমান, ভোগডাবুড়ী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর জব্বার কানু, ভোগডাবুড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার  সহ-সভাপতি সরকার ফারহানা আখতার সুমি, আওয়ামী লীগ নেতা নাজমুল আলম জোনা প্রমুখ।

 

ডোমার উপজেলা প্রকৌশলী শাহ মোহাম্মদ ওবায়দুর রহমান জানান ডোমার জিসি হতে চিলাহাটি জিসি পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কের দুই পাশে ৩ ফিট করে বর্ধিত এবং

সংস্কার কাজে প্রায় সাড়ে ৮ কোটি ও চিলাহাটি চৌরাস্তা হতে মুক্তিরহাট পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের একই ধরনের কাজে পাঁচ কোটি ২২ লাখ ৯৭ হাজার ৭১৬ টাকা সহ মোট ১৫ কোটি ৬৯ হাজার টাকা ব্যয়ে চলতি অর্থ বছরে,নর্দান বাংলাদেশ এন্টিগ্রেটেড ডেভলপমেন্ট প্রজেক্ট ও এল জি ই ডি অধিনে এই প্রকল্পের কাজ শুরু করা হলো। এই

প্রকল্পের অর্থায়ন করেছে জিওবি এবং জাইকা জাপান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে