আসাদুজ্জামান পাভেল, ডিমলা, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় দক্ষিণ তিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীনকে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমিতি, ডিমলা উপজেলা শাখার আয়োজনে বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ রায়হান ইবনে আবেদীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রেজাউল করিম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহেদ আদনান এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মোঃ নুর আলম, ব্যাঙ্গের ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হানা বেগম, বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ,সহকারী শিক্ষকগণ, পরিবারের সদস্য গণ সহ অনেকে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আজকে আমাদের বিদায় জানাতে হচ্ছে একজন জ্ঞানের আলো দানকারীকে। যিনি দীর্ঘ সময় ধরে শিক্ষার আলো পৌঁছে দিয়েছেন হাজার হাজার শিক্ষার্থীর মাঝে। আমি তাঁর অবসর পরবর্তী জীবনের মঙ্গল কামনা করছি। বিদায়ী প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন বলেন, আমি ১৯৮৭ ইং সালে এ চাকরিতে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে আজ ২০২৩ ইং সালে প্রধান শিক্ষক হিসেবে চাকরি জীবন শেষ করলাম।যারা এখন নতুন শিক্ষকতা পেশায় এসেছেন তাদের সকলের প্রতি শুভকামনা রইল। আপনারা সকলেই সুনামের সাথে চাকরি জীবন শেষ করেন। তিনি তার চাকরি জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি তার সহকর্মী ও পরিবারের সদস্যদের জন্য দেশবাসির কাছে দোয়া কামনা করেন। আলোচনা শেষে বিদায়ী শিক্ষকের হাতে সম্মাননা স্বারক তুলে দেন অতিথিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে