tokyo photo booth

বিডি নীয়ালা নিউজ(২৬জানুয়ারি১৬)- আন্তর্জাতিক  প্রতিবেদনঃ  জাপানের রাজধানী টোকিওর অনেক শপিং মলেই রয়েছে এধরনের ছবি তোলার ফটো বুথ। সাধারনত শপিং মলের পুরো একটি ফ্লোর জুড়ে থাকে এই বুথগুলো। এগুলোর নাম `পুরিকুরা মেশিন`।

`পুরিকুরা` শব্দটি এসেছে `পুরিনতোকুরাবু` থেকে। এর অর্থ `প্রিন্ট ক্লাব`। ক্লাব বলা হলেও এগুলো মূলত ফটো বুথ। অর্থের বিনিময়ে আপনি ও আপনার প্রিয়জন এখানে ছবি তুলতে পারেন, সেগুলোতে ইচ্ছেমত পরিবর্তন আনতে পারেন এবং ছবি প্রিন্ট করতে পারেন।

IMG_5353

এর জন্য প্রথমে আপনাকে একটি বুথে ঢুকতে হবে। বন্ধুবান্ধব সাথে থাকলে আরও ভাল।

এরপর বুথের নির্দেশনা অনুযায়ী ছবি তুলতে হবে। পুরিকুরা মেশিন আপনার বেশি কয়েকটি ছবি ছবি তুলবে। কিন্তু আসল মজা শুরু হবে এরপর।

আপনার সেরা ছবিটি বেছে নিয়ে আপনি সেখানে নানা ধরনের পরিবর্তন আনতে পারবেন।

আর নানা ধরনের কারিকুরি করার পর ছবি হবে এরকম।

R0052069

পুরিকুরা মেশিনগেুলোতে নানা ধরনের থিম থাকে। টোকিওর নারী-পুরুষের কাছে পুরিকুরা মেশিন খুবই জনপ্রিয়। ছবি তোলার কাজ শেষ হলে এই মেশিন থেকে আপনার পছন্দের ছবিটি আপনি নিজেকে ইমেইল করতে পারবেন।

 

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে