সাম্প্রতিক সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ

National University

bdnyalanews(২৮ডিসেম্বর১৫): জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল আজ সন্ধ্যা ৭ টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় ৩০ (ত্রিশ) টি বিষয়ে সারাদেশে ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী মোট ৮৯ টি কেন্দ্রে অংশগ্রহণ করে।

 

প্রকাশিত ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং  www.nubd.info   থেকে পাওয়া যাবে।

 

এছাড়াও যেকোন মোবাইল থেকে  SMS এর মাধ্যমে nu<space>mf<space> Roll  লিখে ১৬২২২ নম্বরে Send করে ফল জানা যাবে।

 

উল্লেখ্য, তত্বীয় পরীক্ষা গত ২৪/০৮/২০১৫ তারিখে শুরু হয়ে ৩১/১০/২০১৫ শেষ হয় এবং তত্বীয় পরীক্ষা শেষ হওয়ার ১ মাস ২৮ দিনে এ ফল প্রকাশ করা হয় ।

 

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com