কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের কৃতি সন্তান তারাগঞ্জ উপজেলার নেকীরহাট সৈয়দপুর দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আ.ন.ম আব্দুল মান্নান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। মাওলানা আ.ন.ম আব্দুল মান্নান ২০২১ সালে রংপুর বিভাগীয় শ্রেষ্ট ইমাম হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৬৭ সালে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলাধীন মাগুড়া মিয়া পাড়া গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ওই এলাকার মরহুম খাজাব উদ্দিন এবং মাতা মরহম সফুরা খাতুনের একমাত্র সন্তান। তিনি বর্তমান শিক্ষকতার পাশা পাশি রনচন্ডি দালাল পাড়া বড় জামে মসজিদ এবং ঈদগাহের সম্মানিত খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।