সাম্প্রতিক সংবাদ

চিকুনগুনিয়ায় আক্রান্ত চম্পা

ডেস্ক রিপোর্ট : চিত্রনায়িকা চম্পা ভাইরাসজনিত জ্বর চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন। তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে।

চম্পা বলেন, আমার শরীরের হাড়ে হাড়ে প্রথমে ব্যাথা করতে শুরু করে। এরপর মাথাব্যথা, চোখ জ্বালাপোড়া, বমিভাব, শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন উপসর্গ দেখা দিতে শুরু করে। এরপরই আমি চিকিৎসকের কাছে যাই।

সুস্থ হওয়ার পর ‘একটি সিনেমার গল্প’ ছবির শুটিং শুরু করবেন চম্পা। ছবিটি পরিচালনায় পাশাপাশি চম্পার বিপরীতে অভিনয় করবেন আলমগীর।

ব/দ/প

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com