Shekh_Hasina

বিডি নীয়ালা নিউজ(৩০জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ বহুতল বাণিজ্য কেন্দ্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ তিনটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিনব্যাপী সফরে তিনি ছয় কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেস ওয়েসহ আরো তিনটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এসব প্রকল্পের কারণে চট্টগ্রামের চিত্র বদলে যাওয়ার আশা করছে নগর কর্তৃপক্ষ।

দেশে উৎপাদিত রপ্তানি পণ্যকে একই ছাদের নিচে এনে আন্তর্জাতিক ক্রেতাদের সামনে তুলে ধরাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লক্ষ্য। দশ বছর আগে নগরীর আগ্রাবাদে এই কেন্দ্র নির্মাণ শুরু করে চট্টগ্রাম চেম্বার। একুশ তলা ভবনটি নির্মাণে খরচ হয়েছে ১২৬ কোটি টাকা। উদ্যোক্তাদের দাবি, এটিই হবে দেশে আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু।

ব্যবসায়ীরা মনে করছেন, এটি চালুর পর আন্তর্জাতিক পরিমণ্ডলে তৈরি হবে নতুন বাণিজ্য সম্ভাবনার সুযোগ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে