বিডি নীয়ালা নিউজ(২৭জানুয়ারি১৬)- গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের পাজুলিয়া এলাকায় এক পোল্ট্রি ফিড ব্যবসায়ি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
আজ বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে নিহত মোস্তান আলীর বাড়ির পাশে একটি জাম গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মোস্তান আলী (৫২) নামে পোল্ট্রি ফিড ব্যবসায়ির লাশ উদ্ধার করে পুলিশ।
তিনি ওই এলাকার রমজান আলীর ছেলে।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে নিহত মোস্তান আলীর বাড়ির পাশে একটি জাম গাছে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থা তার লাশ ঝুলতে দেখে এলাকাবাসি। পরে খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে। নিহত মোস্তান আলী দীর্ঘ দিন ধরে পোল্ট্রি ফিডের ব্যবসা করে আসছিল।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. উজ্জল হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। সুনিদিষ্টভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।