সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা পুলিশের পক্ষথেকে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৩ সেপ্টেম্বর)দুপুরে কুড়িগ্রাম জেলার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মিনহাজুল ইসলাম দ্বয়ের কুড়িগ্রাম জেলা হতে বদলি জনিত বিদায় উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এ সময় আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে জেলা পুলিশের পক্ষথেকে বিদায়ী অতিথিদ্বয়ের হাতে শুভেচ্ছা স্মারক ও উপহার তুলে দেন।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর, কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক এস,এম নুরুল ইসলাম, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক(প্রশাসন) (অতিরিক্ত জেলা ও দায়রা জজ) শেখ মো. মুজাহিদ উল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো.আলমগীর কবির শিপন, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান সহ ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষনার্থী সহকারী জজ বৃন্দ।