বিডি নীয়ালা নিউজ(০৩ফেব্রুয়ারি ১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ১৫ জন গ্রাম পুলিশের সন্তানকে স্কুল ব্যাগ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ থানা চত্বরে ইউএনও এস এম মেহেদি হাসান এ ব্যাগ বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে কিশোরগঞ্জ থানার উপ পরিদর্শক শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাল্য বিয়ে প্রতিরোধ, ভিক্ষুক পুর্নবাসন, জুয়া বন্ধ ও মাদক প্রতিরোধে গ্রাম পুলিশ অবদান রাখায় তাদের সন্তানদের জন্য ১টি করে স্কুলব্যাগ প্রদান করা হয়।
প্রসঙ্গত এস এম মেহেদি হাসান মঙ্গলবার প্রথম কার্যদিবসে গ্রাম পুলিশদের উদ্বুদ্ধকরণ সভায় থানায় যোগদেন।





