মাফি মহিউদ্দিন, কিশোরগঞ্জ, নীলফামারী প্রতিনিধিঃ করবো বীমা, গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” স্লোগান নিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে উদ্ধোধন করা হল প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’র উপজেলা শাখা অফিস। আজ শনিবার (১১ মে) দুপুরে নিঝুমকূঞ্জু ভবনের দ্বিতীয় তলায় এ ইন্স্যূরেন্স’র উপজেলা শাখা অফিস উদ্বোধন করা হয়।
নিঝুমকুঞ্জু ভবনের মালিক ও বিশিষ্ট্য সাংবাদিক ফজল কাদিরের সভাপতিত্বে প্রাইম ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’র অফিস উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্ৰেনেট বাবু। প্রধান আলোচক ছিলেন রংপুর কর্পোরেট জোনের ইভিপি মোহাম্মদ মুশফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জলঢাকা অফিসের ডি,জি,এম জয়নাল আবেদীন, কিশোরগঞ্জ অফিসের বি,এম, মামুনুর রশিদ শাহ, উত্তর দুরাকুটি সপ্রাবির প্রধান শিক্ষক মোরছালিন ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ অফিসের ব্যাঞ্চ ম্যানেজার আনোয়ার হোসেন সরকার। এতে ইন্স্যুরেন্সটির গ্ৰাহক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, সাংবাদিকগন উপস্থিত ছিলেন।