কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম এম. আশিক রেজা সাথে সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন। মতবিনিময় সভায় উপজেলার ৬টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার উন্নয়ন মুলক কর্মকান্ডসহ সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম. আশিক রেজা। উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নান,প্রেস ক্লাব,কিশোরগঞ্জের সাবেক আহ্বায়ক শেখ আবু হাসান তনা, বাংলাদেশ প্রেস ক্লাব,কিশোরগঞ্জ উপজেলা সভাপতি দেলওয়ার হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা সভাপতি সামসুজ্জামান সুমন,কিশোরগঞ্জ রিপোর্টার্স ক্লাব সভাপতি মিল্লাত হোসেন। সভায় উপস্থিত ছিলেন উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ:সভাপতি কাওছার হামিদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, বাংলাদেশ ক্রাইম জার্নালিষ্ট এসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম রাজু, সাংবাদিক আদর আলী,লেলিনসহ অন্যান্য সাংবাদিকগণ।