কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মাগুড়া দোলায় ক্যানেল সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মুখ ও পা বাধা অবস্থায় দুটি গরু উদ্ধার করেছে ৯ মে বৃহস্পতিবার সকালে স্থানীয় কৃষকেরা। স্থানীয়দের ধারনা চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে যাওয়ার সময় রাত ভোর হয়ে যাওয়ায় গরু দুটি মুখ ও পা বেধে ধানক্ষেতে ফেলে চোরেরা পালিয়েছে। গরু দুটি স্থানীয় লোকজন ধানক্ষেত থেকে উদ্ধার করলেও চোরকে ধরা সম্ভব হয়নি। গরু উদ্ধারের বিষয়টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে গরুর মালিকের সন্ধান মিলে। গরু দুটি গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাদপুর গ্রামের মুনিষ চন্দ্র রায়ের ছেলে কৃষব চন্দ্রের। বেতগাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য পরেশ চন্দ্র জানায় বুধবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে কৃষব চন্দ্রের গোয়াল ঘর থেকে চোরেরা গরু দুটি চুরি করে নিয়ে যায়। পরে সকাল বেলা গরুর মালিক মাগুড়া ধানক্ষেত থেকে গরু উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে অসেন এবং গরু দুটিকে চিহ্নিত করেন। পরে মাগুড়া ইউনিয়নের ইউপি সদস্য আহাদ আলী,ইব্রাহিম খলিল ও বেতগাড়ী ইউনিয়নের ইউপি সদস্য পরেশ চন্দ্রের উপস্থিতিতে গরু দুটি মালিকের নিকট হস্তান্তর করা হয়।