কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাস্থ ওয়াল্ড ভিশন বাংলাদেশ এর এপি পর্যায়ে শিশু ফোরাম পূর্ণ গঠন করা হয়েছে । গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) গ্রাম ও পিএফএ পর্যায়ের শিশুফোরাম সদস্যের অংশ গ্রহনে টাউন হল কমপ্লেক্স কমিউনিটি সেন্টারে এ পূর্ণ গঠন বিষয়ক নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ৩০জন শিশু সদস্যের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ৩ বছরের জন্য নতুন কার্যকরী কমিটিতে কিশোরগঞ্জ ইউপি’র বাবু ইসলাম বাবুকে সভাপতি,নিতাই ইউপি’র মাঈশা মোহতারিমাকে সহ-সভাপতি, কিশোরগঞ্জ ইউপি’র চয়নিকাকে সাধারণ সম্পাদক,বাহাগিলী ইউপি’র শামসুজ্জামান মিলনকে সহ- সাধারণ সম্পাদক,চাঁদখানা ইউপি’র অনিমা রায়কে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এসব পদে একাধিক সদস্য প্রতিদ্বন্ধিতা করেন। নির্বাচন পরিচালনা মন্ডলীর দায়িত্ব পালন করেন,ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার পিকিংচাম্বুগং,প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ,দোলন কুবি,স্পন্সরশিপ ও শিশু সু-রক্ষা অফিসার সঞ্জয় মল্লিক প্রমুখ। এপি ম্যানেজার পিকিংচাম্বুগংয়ের স্বাক্ষরে উক্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, ৩ বছর পর পর এ কমিটি পূর্ণ গঠন করা হয়।