বিডি নীয়ালা নিউজ(২১জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশে ঢাকার কল্যাণপুরে বস্তিবাসীদের সঙ্গে পুলিশের সংঘাতের পরে এক আবেদনের পরিপ্রেক্ষিতে বস্তি উচ্ছেদ কার্যক্রমে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাই কোর্ট।
সেই সঙ্গে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া ওই বস্তির বাসিন্দাদের উচ্ছেদ ও হয়রানি না করতেও নির্দেশ দিয়েছে আদালত।
আইন ও সালিশ কেন্দ্র নামের মানবাধিকার সংগঠনটির এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেয়।
এর আগে সকালে কল্যাণপুর এলাকায় বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ এর বাসিন্দাদের বাধার মুখে পড়ে।
বস্তির বাসিন্দারা সংগঠিত হয়ে ইটপাটকেল ছুঁড়লে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে।
পুলিশ জানিয়েছে, বস্তিটি উচ্ছেদের ব্যাপারে আগে ঘোষণা দেয়া হয়েছিল।
সে অনুযায়ী সকালে গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতৃত্বে সেখানে পুলিশ গিয়ে বস্তি উচ্ছেদের প্রক্রিয়া শুরু করে।
তারা বস্তির বাসিন্দাদের মালপত্র সরিয়ে নিতে দুই ঘণ্টা সময় দেয়।
কিন্তু বেলা এগারটার দিকে বস্তির কয়েকশ বাসিন্দা লাঠিসোটা নিয়ে একজোট হয়ে সেখানে অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।
পুলিশ আরও জানিয়েছে, একপর্যায়ে বস্তির বাসিন্দারা কর্মকর্তা এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও কাঁদানে গ্যাস ছোঁড়ে।
গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের জায়গায় এই বস্তিতে ২০ হাজারের মতো মানুষ বাস করে বলে একটি মানবাধিকার সংগঠন বলেছে।
আইন ও সালিশ কেন্দ্র বলেছে, একটি রিট মামলার কারণে বস্তিটি উচ্ছেদের ওপর আদালতের স্থগিতাদেশ ছিল।





