সাম্প্রতিক সংবাদ

এবার চিকিৎসকের মাথা ফাটাল পুলিশ!

police

বিডি নীয়ালা নিউজ(৩১জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ ব্যাংক কর্মকর্তা ও ডিএসসিসি কর্মকর্তার পর এবার চিকিৎসকের মাথা ফাটাল পুলিশ। চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় এক চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠেছে এক পুলিশের বিরুদ্ধে। ওই চিকিৎসক হচ্ছেন দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ডা. সানাই প্রু ত্রিপুরা। গতকাল শনিবার (৩০ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রীর যাত্রাপথের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকা ওই পুলিশ সদস্যের নাম জানা যায়নি। ওই পুলিশ সদস্য সানাই ত্রিপুরার বুকে, পিঠে ও মাথায় কিল, ঘুষি ও লাথি মেরেছেন বলে অভিযোগ। এ ছাড়া ওই পুলিশের বুটের আঘাতে চিকিৎসকের মাথায় কানের উপরে সামান্য ফেটে গেছে। পরে তিনি প্রাথমিক চিকিত্সা নিয়েছেন। ডা. ত্রিপুরা বলেন, ‘বিকাল ৪টার দিকে যান চলাচল বন্ধ থাকায় তিনি পায়ে হেঁটে খুলশির অফিসে যাচ্ছিলেন। সোয়া ৪টার দিকে পেনিনসুলা হোটেল পার হওয়ার পর এক পুলিশ এসে তাকে ধাক্কা দিয়ে বলেন, এখান থেকে সরে যান। তিনি সরে যাওয়ার আগেই ওই পুলিশ তাকে কিল-ঘুষি দেওয়া শুরু করেন। পরে তিনি ওখানে পড়ে যান। এ পরিস্থিতিতে এক দোকানদার তাকে টেনে দোকানে ঢুকিয়ে ফেলেন। সেখানে ওই পুলিশ সদস্য ঢুকে আবারও তাকে মাটিতে ফেলে কিল, ঘুষি এবং লাথি মারতে থাকেন। এতে তার কানের গোড়ায় মাথা ফেটে যায়। তিনি বলেন,  তার মাথার কাটা অংশে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তিনি বুকে ব্যথা অনুভব করছেন। নিজেকে চিকিৎসক পরিচয় দেওয়ার পরও তাকে ওই পুলিশ বেদমভাবে মেরেছেন বলে তিনি অভিযোগ করেন।

ওসি আজিজ আহমেদ বলেন, কোন পুলিশ সদস্য এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছি না।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com