সাম্প্রতিক সংবাদ

উল্লাপাড়ায় ৩০ জন আন্তঃ জেলা ডাকাতসহ বাস আটক

8

বিডি নীয়ালা নিউজ(০৪ফেব্রুয়ারি ১৬)- মারুফ সরকার (সিরাজগঞ্জ প্রতিনিধি): সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার সন্ধ্যায় পুলিশ ৩০ জন আন্তঃ জেলা ডাকাতসহ একটি বাস আটক করেছে। এ সময় ডাকাতদের কাছ থেকে গাড়ীর বিভিন্ন ভুয়া প্লেট নম্বর ও বিভিন্ন রুটের প্লেট নম্বর, মোবাইল উদ্ধার হয়েছে। ওই বাসটির নম্বর ঢাকা মেট্টো-ব ৪১৮১০৫। জানা গেছে, বুধবার সন্ধ্যায় উল্লাপাড়ার শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ডে ওই বাসের ভিতরের যাত্রীদের দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা যাত্রীসহ বাসটি আকট করে পুলিশে খবর দেয়। বাসটির নম্বর ঢাকা-মেট্টো-ব ১৪৮১০৫। উল্লাপাড়া মডেল থানা পুলিশের একটি দল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাসসহ ওই ৩০ জন ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসে। আটককৃতদের থানায় জিঞ্জাসাবাদে জানা যায় তারা সড়ক মহাসড়কে বাস, হাইচ ও মাইক্রোবাসে যাত্রীতুলে ডাকাতি করাই তাদের পেশা। আটককৃত ডাকাতরা হলো- টাঙ্গাইলের ভুয়াপুরের বাদশা শেখের ছেলে শাহ আলম (২৮), ভুয়াপুরের হানিফ খার ছেলে রজনু খা (২৫), ঢাকার আশুলিয়ার আব্দুল হকের ছেলে  আলামিন (২৭), টাঙ্গাইলের ভুয়াপুরের খোকা শেখের ছেলে নাছির আলী (৩৫), বরিশালে পাতার হাটথানা শাহজাহান আলী মোল্লার ছেলে আমিন মোল্লা(২৫), রংপুরের সদর থানার আলতাফ হোসেনের ছেলে লিটন (২২), বাগের হাটের মংলার শাহ আলমের ছেলে আলামিন (২৮), ঝিনাইদহের কালিগঞ্জের মোবারক মন্ডলের ছেলে সবুজ (২৪), পাবনার আটঘরিয়ার মৃত মজিবর রহমানের ছেলে ফজলুর রহমান (২৩) মানিকগঞ্জের সাটুরিয়া থানার আবুল কালামের ছেলে মহর আলী (২৬) ও একই থানার কাদের আলী ছেলে স্বপন আলী (৩০), কুমিল্লার সদর থানার মৃত শফিক মিয়ার ছেলে সাগর (৩২), পিরোজপুরের স্বরুপকাঠির আব্দুর রশিদের ছেলে কামরুল হাসান (২৩), ঝিনাইদহের কোটচাঁদপুরের মৃত শহিদুল বিশ্বাসের ছেলে সবুজ বিশ্বাস (২৪), ঢাকার কেরানিগঞ্জের মিন্টু মিয়ার ছেলে শামীম হোসেন (২৭), ঢাকার ধামরাই হাট থানার কাদের হোসেনের ছেলে শফিকুল ইসলাম (২৮),  একই থানার কাবিল উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৯), হযরত আলী ছেলে আলামিন (২৫), বাছের ব্যাপারীর ছেলে ওয়াসিম বেপারী (২৪), নরাইলের আব্দুল খালেক শেখের ছেলে ইকতিয়ার রহমান (৩২), আশুলিয়া থানার গোলাম রসুলের ছেলে সাজু মিয়া (২৩), নোয়াখালীর হাতিয়া থানার মাইন উদ্দিনের ছেলে বাবলু (২৮), আশুলিয়া থানার সবুজ মিয়া ছেলে আমজাদ হোসেন (২৭), বরিশালের গৌরনদী থানার নুর মোহাম্মদ গাজীর ছেলে জাহাঙ্গীর আলম (২৭), ময়মনসিংহের মুক্তাগাছা থানার দুলাল উদ্দিনের ছেলে সোহেল রানা (২২), জালাল উদ্দিনের ছেলে সুমন ইসলাম (২২), পটুয়াখালির দুমকি থানার রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে বশির মোল্লা (৩৮), বগুড়া শিবগঞ্জ থানার আফজাল হোসেনের ছেলে মিলন হোসেন(৩২), সমেশ প্রাং এর ছেলে মিলন প্রাং(৩৫), বরিশালের বাবু গঞ্জ থানার মাহাব্বত আলীর ছেলে আব্দুল মান্নান খান (৪৫)। এদেরকে উল্লাপাড়া মডেল থানা পুলিশ এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ডাকাতদের জিঞ্জাসাবাদ করছে। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ জানান,  এদের প্রাথমিক জিঞ্জাসাবাদে এরা বিভিন্ন রুটে ডাকাতি করে আসছে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com