সাম্প্রতিক সংবাদ

আমতলীতে আগুনে পুড়ে বসত ঘর ছাই ৪০ লক্ষ টাকার ক্ষতি

firenewsamtoli

বিডি নীয়ালা নিউজ(১৪জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ আমতলীতে সোমবার রাতে দুর্র্বৃত্তদের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, রাত ১১টার দিকে উপজেলার বাজারখালী গ্রামের আবদুল বারী মৃধার টিনসেট ঘরে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয় লোকজন দ্রুত ছুটে আগুন নেভানোর চেষ্টা করনে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘর মালিক আবদুল বারি মৃধা জানান, আমার পরিবারের সাথে ভাই’র ছেলেদের সাথে দীর্ঘ দিন যাবত পারিবারিক কলহের জের ধরে মারামারি ও মামলা চলে আসছে। তারা বিভিন্ন সময় আমাদের মেরে ফেলবে ও ঘর জালিয়ে দিবে বলে হুমকি দিত। কিছু দিন আগে আমার মাছের ঘেরে ঔষধ দিয়ে মাছ মেরে ফেলে ও পানের বরজ নষ্ট করে ফেলে। আমরা দীর্ঘদিন যাবত বাড়িতে থাকিনা। ঘরে দু’জন কাজের লোক থাকে। ঘটনার তিন চার দিন আগ থেকে তারা পানের বরজে থাকে। তিনি আরো বলেন, ঘর পুড়ে যাওয়ায় প্রায় ৪০ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক রায় জানান, আগুনের খবর পেয়ে আমরা ঘটনা স্থানে যাই। কে বা কারা আগুন লাগিয়েছে আমরা এখন পর্যন্ত কোন সন্ধান পাইনি। তবে আগুন লাগানোর সাথে যারা জড়িত তাদের সনাক্ত করতে পারলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com