বিডি নীয়ালা নিউজ(৭জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ আমেরিকায় মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্রের জায়গা পেয়েছে ‘স্টার ওয়ার্স: দি ফোর্স এ্যাওয়েকেনস’।
মুক্তির মাত্র একমাসের মধ্যে বক্স অফিসের শীর্ষ স্থানটি দখল করে নিল চলচ্চিত্রটি।
চলচ্চিত্রটির পরিবেশক প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি স্টুডিও জানিয়েছে, এর আগে শীর্ষে থাকা ‘অ্যাভাটারকে’ হটিয়ে এখন আমেরিকায় সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রে খাতায় নাম লিখিয়েছে ‘স্টার ওয়ার্স’।
একমাসের মাথায় স্টার ওয়ার্সের আয় হয়েছে ৭৬০ মিলিয়ন ডলার।
ছবিটি সবচেয়ে দ্রুত এক বিলিয়ন ডলার আয় করা চলচ্চিত্রের তালিকায়ও নাম লিখিয়েছে।
তবে বিশ্বে সবচেয়ে ব্যবসা সফল ছবির তালিকায় এখনো রয়েছে ‘অ্যাভাটার’।
শনিবার চীনে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এর ফলে ছবিটি আয়ের নতুন রেকর্ড করবে বলে ধারণা করা হচ্ছে।
-বিবিসি বাংলা
I see You’re truly a just right webmaster. This website loading pace is
incredible. It kind of feels that you’re doing any unique trick.
Also, the contents are masterpiece. you’ve performed a wonderful job in this topic!
Similar here: zakupy online and also here: Sklep internetowy