Boi-Mela-20151

বিডি নীয়ালা নিউজ(৩১জানুয়ারি১৬)-ঢাকা প্রতিনিধিঃ  আগামীকাল ১ ফেব্রুয়ারি, ভাষার মাসের প্রথম দিন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে একুশের চেতনায় ঋদ্ধ বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৬’   শুরু হচ্ছে আগামীকাল। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে আয়োজিত এই গ্রন্থমেলা চলবে মাসব্যাপী। লেখক,  প্রকাশক ও বইপ্রেমীদের প্রাণের স্পন্দনে কাল থেকে নতুন প্রাণের সঞ্চার ঘটবে এই মেলায়।বাতাসে ছড়িয়ে পড়া নতুন বইয়ের গন্ধের সঙ্গে লেখক, প্রকাশক ও বইপ্রেমীদের ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাবে এই মেলায়। কাল বিকাল ৩টায় মাসব্যাপী এই গ্রন্থমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি গ্রন্থমেলা পরিদর্শনে যাবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত বিদেশি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রিটিশ কবি ও জীবনানন্দ অনুবাদক জো উইন্টার, চেক প্রজাতন্ত্রের লেখক-গবেষক রিবেক মার্টিন, আন্তর্জাতিক প্রকাশনা সমিতির (আইপিএ) সভাপতি ও সাধারণ সম্পাদক রিচার্ড ডেনিস পল শার্কিন এবং জোসেফ ফেলিক্স বুরঘিনো প্রমুখ। গ্রন্থমেলা উদ্বোধনী অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৫ প্রদান করা হবে। উদ্বোধন মঞ্চে সৈয়দ শামসুল হক রচিত এবং বাংলা একাডেমি প্রকাশিত ‘বঙ্গবন্ধুর বীরগাথা’ বইয়ের ব্রেইল ও অডিও সংস্করণ প্রকাশিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে বাংলা একাডেমি প্রকাশিত আধুনিক বাংলা অভিধান তুলে দেওয়া হবে। গ্রন্থমেলা ১ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। উদ্বোধন অনুষ্ঠানে রবীন্দ্র সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা এবং নজরুল সংগীত পরিবেশন করবেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পৌত্রী অনিন্দিতা কাজী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে