সাম্প্রতিক সংবাদ

অনন্ত জলিল ও কারিনা কাপুর এক সাথে ঢাকায়

news_img-31

বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)-বিনোদন ডেস্কঃ  আগামী মাসের ১২ তারিখ ঢাকায় আসছেন বলিউড গ্ল্যামার গার্ল ও ছোট নবাবপত্নী কারিনা কাপুর। খবরটি পুরনো হলেও এর সঙ্গে রয়েছে নতুন আরও একটি খবর। আর সেটি হচ্ছে কারিনা যে মঞ্চে কোমর দোলাবেন সেই মঞ্চেই দর্শক মাতাতে পারফর্ম করবেন দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার অনন্ত জলিল।

তার পারফর্ম করার বিষয়টি এরই মধ্যে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। আগামী দু’একদিনের মধ্যেই অনন্ত ভক্তরা বিস্তারিত জানতে পারবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রথমবারের মতো ঢাকা মাতাতে আসছেন কারিনা কাপুর। ভারত থেকে তাকে উড়িয়ে এনে আয়োজনটি করতে যাচ্ছেন দেশের প্রখ্যাত ইভেন্ট ফার্ম অন্তর শোবিজ। কারিনা কাপুর ছাড়াও অনুষ্ঠানটিতে ভারতের জাবেদ আলী ও কণিকা কাপুরও পারফর্ম করবেন।

পাশাপাশি দেশীয় বিখ্যাত শিল্পীরাও এতে পারফর্ম করবেন বলে জানিয়েছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হয়ে মধ্যরাত পর্যন্ত চলবে এই শো।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com