meghla akash

বিডি নীয়ালা নিউজ(৬ই এপ্রিল১৬)- নিজস্ব প্রতিবেদনঃ  আজ ০৬/০৪/২০১৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৬ টা হতে আগামীকাল ০৭/০৪/২০১৬ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৬ টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকা সমূহের জন্য আবহাওয়ার স্থানীয় পূর্বাভাসঃ
আবহাওয়াঃ
আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে । সেই সাথে কিছু কিছু জায়গায় অস্হায়ীভাবে দমকা/ঝড়ো বাতাসের সাথে সাময়িকভাবে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
বাতাসের দিক ও গতিবেগঃ দক্ষিন /দক্ষিণ-পশ্চিম দিক হতে ঘণ্টায় ১০-২০ কিঃ মিঃ বেগে যা অস্থায়ীভাবে দমকা / ঝড়ো হাওয়ার আকারে সবোচ্চ ৪৫ – ৬০ কিঃ মিঃ পযন্ত বৃদ্ধি পেতে পারে ।
পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে ।
গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত (বিকাল ০৩ টা পর্যন্ত) : নাই ।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা : ৩১.২ º সেঃ যা স্বাভাবিকের চেয়ে ০.৬ সেঃ কম ।
এবং সর্বনিম্ন তাপমাত্রা : ২৫.২ º সেঃ যা স্বাভাবিকের চেয়ে ১.৮º সেঃ বেশি ।

আগামীকাল ০৭/০৪/২০১৬ খ্রিঃ তারিখের সূর্যোদয় : ভোর ০৫ টা ৪০ মিনিট ।
এবং সূর্যাস্ত : সন্ধ্যা ০৬ টা ১০ মিনিট ।
আগামীকাল ০৭/০৪/২০১৬ খ্রিঃ তারিখে কর্ণফুলী নদীর জোয়ার- ভাটার সময় সূচী:
প্রথম জোয়ার শুরু : সকাল ০৬ টা ২০ মিনিট উচ্চতা : ০.৫৭ মিটার।
প্রথম ভাটা শুরু : দুপুর ১২ টা ০৪ মিনিট উচ্চতা : ৪.৪৯ মিটার
দ্বিতীয় জোয়ার শুরু : সন্ধ্যা ০৬ টা ৪১ মিনিট উচ্চতা : ০.৭৩ মিটার।

চট্টগ্রাম সমুদ্র বন্দরের জন্য সতর্কবানী ঃ- নাই ।
এবং নদী বন্দরের জন্য সতকবানী ঃ- ০১ (এক) নং সতর্কতা সংকেত ।

সূত্রঃ আবহাওয়া অধিদপ্তর।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে