আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: প্রশিক্ষিত যুব, উন্নত দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় সারা দেশের সাথে নীলফামারীর ডিমলায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস।

মঙ্গলবার (০১-নভেম্বর) সকালে কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে ডিমলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুবক-যুবতীদের মাঝে ক্ষুদ্র ঋণের চেক বিতরণ ও পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে।

যুব দিবসে ঢাকা কেন্দ্রীয় অনুষ্ঠানের উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর।

অনুষ্ঠানে শফিকুল ইসলাম স্বপনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু৷ এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, নির্বাচন কর্মকর্তা মাহবুবা আক্তার বানু, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, যুব উন্নয়ন অফিসের কম্পিউটার অপারেটর আব্দুল মজিদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, যুবক-যুবতি, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে